শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, মানুষের মধ্যে বিভেদ, অবিশ্বাস,ধর্মের গ্লানী, চারিদিকে নৈরাজ্য ও হানাহানি যখন চরম আকার ধারণ করেছিল ঠিক সেই সময় মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এই দিনটিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বানী দিয়েছেন। এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
আজ রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে বাসুদেব মন্দির আয়োজিত ৩৮তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে বাসুদেব মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়ার মাধ্যমে রক্ত দিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার সোপান বপন করেগেছে। আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তাদের জন্য আগামী জাতীয় নির্বাচন হচ্ছে একটি চ্যালেঞ্জ। ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন মন্দির, উপাসনালয় ও বিদেশীদের উপর একের পর এক হামলা চালিয়ে দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দক্ষতার কারণে তারা সফল হতে পারেনি। ষড়যন্ত্রকারীরা বর্তমানে নিষ্ক্রীয় অবস্থায় আছে কিন্তু নির্মূল হয়নি। তারা সুযোগ পেলেই মাথা চারা দিয়ে উঠবে এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এমপি বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা যত বেশী ধারণ করতে পারবো তত বেশী ৩০ লক্ষ শহীদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ। এসময় জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বাধীন চন্দ্র রায় সহ সনাতন ধর্মাম্বলী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাসুদেব মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।