বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

চিরিরবন্দরে ১৬৪ তম সান্তাল বিদ্রোহ দিবস পালিত

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা॥

সিঁদু মাঝি ও কানু মাঝির মহান আত্মত্যাগকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে পালিত হয়েছে ১৬৪ তম সান্তাল বিদ্রোহ দিবস।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে আদিবাসী মহিলা উন্নয়ন সমিতি, ইউনিয়ন পারগানা পরিষদ ও নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর সহযোগিতায় চিরিরবন্দর পুরাতন ভূমি অফিস প্রাঙ্গনে স্মৃতিসৌধে পুস্প অর্পন সার্বজনীন প্রার্থনা ও নীরবতা পালন, র‌্যালী শ্লোগান মানববন্ধন আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরনীসহ সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এনডিএফ এর প্রাক্তন সভাপতি নির্মল সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিরিরবন্দরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাউল করিম এনডিএফ দিনাজপুরের প্রশিক্ষন কর্মকর্তা মেসমাউল সরকার, চিরিরবন্দর উপজেলা ইউনিট ম্যানেজার আব্দুস সামাদ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com