বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে এইচ,এস,সি পরীক্ষায় ফেল করায় অভিমান করে শ্রী কণা রানী (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছিল। নিহত শ্রী কণা দক্ষিন নশরতপুর গ্রামের প্যামা জানকি পাড়ার মুক্তি চন্দ্র রায়ের কন্যা।
পুলিশ জানায়, বুধবার (১৭ জুলাই) প্রকাশিত এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে তার রোল না থাকায় বুধবার বিকেল ৫টায় পরিবারের লোকজনের অজান্তে ঘরের ভিতর বাশেঁর সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। কনার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে ও থানায় একটি ইউডি মামলা হয়েছে।