বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

চিরিরবন্দরে ইউপি উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি উপ-নির্বাচনে আলোকডিহি ইউপি চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী মোছাঃ মাহমুদা ইসলাম শেফালী তিন হাজার ৪১৪ একই ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে মোছাঃ আফরোজা বেগম ৯০৯ ও আব্দুলপুর ইউপি উপ-নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে মোছাঃ আনোয়ারা বেগম এক হাজার এক হাজার ৬৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

চিরিরবন্দর নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্তিতার জন্য আলোকডিহি ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম স্বীয় পদ হতে ১নং সংরক্ষিত ওয়ার্ডের ওয়ার্ড সদস্য অনিকা রানী দেবনাথ মৃত্যু বরন করলে ও আব্দুলপুর ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের ওয়ার্ড সদস্য বেলী আরা বেগম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্তিতার জন্য স্বীয় পদ হতে ইস্তফা দিলে ওই আসন তিনটি শুন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com