বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সরকারী বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবীতে পৌরসভার মুল ফটকের সামনে কর্মবিরতি রেখে শান্তিপুর্ন অবস্থান কর্মসুচি পালন করেছে।
আজ সোমবার ১লা জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযুন্ত পৌরসভার মুল ফটকের সামনে এ অবস্থান কর্মসুচি পালন করেন।
কর্মচারীরা শান্তিপুর্ন অবস্থান কর্মসুচিতে তারা বলেন রাষ্ট্রিয় কোষাগার থেকে সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাসহ পেনশন প্রথা চালু করার দাবীতে পৌরসভার সকল কাজ কর্ম বন্ধ রেখে এ কর্মসুচি পালন করেন বলে তারা জানান।