রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট থানার পুলিশ মঙ্গলবার ভোর রাতে দুইজন জামাত কর্মিকে আটক করেছে। আটককৃতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার বিদ্যুতের টাওয়ার ধ্বংস করাসহ নির্বাচনে নাশকতামুলক কার্যকালাপের পরিকল্পনা করছিল বলে পুলিশ জানান।
আটক জামাত কর্মিরা ঘোড়াঘাট উপজেলার মুংলিশপুর গ্রামের তালেব আলীর ছেলে ইউসুফ আলী ও একই উপজেলার চেংগ্রামের হামিদুর রহমানের ছেলে মতিয়ার রহমান। তাদের বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা মুলক মামলা হয়েছে।