বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

ঘোড়াঘাটে সনাতন ধর্মলম্বীদের ঐতিয্যবাহি দশহারা বারোনি মেলা

ঘোড়াঘাট প্রতিনিধি::

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর ঋশিঘাটে প্রতি বছরের ন্যায় এরারো নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মবলম্বিদের ধর্মিয় উৎসব এর অন্যতম পুর্নস্নান। পুর্নস্নানের পাশা পাশি ছিল দশহারা বারোনি মেলা।

বুধবার পুর্ব আকাশের ভোরের আলো ফোটার সাথে সাথে অনেক দুর-দুরান্ত থেকে আসা সনাতন ধর্মবলম্বী মানুষের ঢল নামে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঋশিঘাটে।

শুধু দিনাজপুর জেলা নয়, সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকে আসা পুর্নস্নানের জন্য সনাতন ধর্মলম্বীরা আসেন এখানে। এই ঋশিঘাটে পুর্নস্নান উপলক্ষ্যে এই ঋশিঘাটে বসে ঐতিয্যবাহি বারোনি মেলা। এতে পাহাড়ী পুর্নের পশরী বসেন দোকানীরা।

এ ছাড়াও শিশু কিশোরদের আনন্দ দেয়ার জন্য রাখা হয় নাগর দোলা। এ দিকে পুর্নস্নানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। প্রায় এক বর্গ কিলোমিটার আয়োতনের এই তিথ্য স্নানে প্রতি বছর লক্ষাধিক মানুষের পুর্নস্নান এর সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com