শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী-কৃষ্ণের জম্ম অষ্টমী উদযাপন উপলক্ষে রবিবার সকাল নয়টায় আনন্দ শোভাযাত্রা বড়গলি পুজামুন্দির থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এতে ঘোড়াঘাট পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন উপস্থিত ছিলেন। পরে বড়গলি পুজা মুন্দিরে এসে ফিতা কেটে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রতন কুমারের সভাপতিত্বে -প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার রেজুয়ান মিয়া,অনিল কুমার,সুনিল ও অরুন কুমার তাপস ও প্রমুখ।