রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

খানের বাজিমাত

খানের বাজিমাত

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান । অভিনয় থেকে এখন অনেকটাই আছেন দূরে । অনেকদিন ধরে চাকরি করছেন ওয়ালটনের মতো প্রতিষ্ঠানে । সম্প্রতি নিজের অফিসের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি , বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হতে দেখা গেছে তাকে । যার ভাবনা আমিন খানের এবং এটি নির্মাণ করেছেন শাহেদ শাহরুখ । বিজ্ঞাপনে অভিনয়ের বিষয়ে আমিন খান বলেন, ‘বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রকাশ হয়েছে । এরপর থেকেই সহকর্মী, বন্ধু ও ভক্তদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি । এসব নিয়ে আমি ভাবছি না  । আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছি । তবে অবশ্যই দর্শকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ । তারা আমার এভাবে প্রত্যাবর্তনে অনেক মুগ্ধ হয়েছেন, অনুপ্রাণিত করেছেন ।’ কিছুদিন আগেই আমিন খান জানিয়েছিলেন ভালো গল্প হলে আবারও তাকে পর্দায় দেখা যাবে । তবে অভিনয়ে আগের মতো নিয়মিত হবেন না বলেও জানান তিনি । কারণ হিসেবে অভিনেতা ব্যাখ্যা দেন, বর্তমানে তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com