বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

কাহারোলে মুকুন্দপুর ইউপির উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাহারোল (দিনাজপুর) থেকে সুকুমার রায়॥

কাহারোলে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসারের নিকট। দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন আগামী ২৫ জুলাই ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপ-নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের কর্মী সমর্থক ও ভোটাদের নিয়ে পৃথক ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসারের নিকট। মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন এ.কে.এম ফারুক, আলহাজ্ব মোঃ আকতার উদ্দিন সরকার, মোঃ মোস্তাফিজুর রহমান, জাহিদুজ্জামান (লিমন), মো: জোবায়ের আহম্মেদ (জুয়েল)। প্রকাশ থাকে যে, গত ১৪ ফেব্রুয়ারী’১৯ অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফারুক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করায় মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হওয়ার কারণে পূনরায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com