বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
দীর্ঘ ১০০ বছর পর কাহারোল উপজেলার ঈশানপুর পীরপাল মাদার সাহেবের মাজার ও কবর স্থানের জমি উদ্ধার।
বুধবার (২০ নভেম্বর) বেদখল হওয়া ঈশানপুর ডাঙ্গাপাড়ার পীরপাল মাদার সাহেবের মাজার ও কবরস্থানের জমি প্রায় ১০০ বছর পর সমাজসেবক মোঃ আসিফ রেজা রুবেলের নেতৃত্বে ও এলাকার জনগণের সহযোগিতায় উদ্ধার করা হয়।
রেকর্ড সূত্রে জানা যায়, ৩ একর ৬ শতক জমি মাজার ও কবরস্থানের নামে রহিয়াছে।