বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
দিনাজপুরের কাহারোলের তারগাঁও ইউনিয়নের বগদইড় গ্রামের মোঃ রোস্তম আলীর স্ত্রী আরিফা বেগম (৩৮) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বগদইড় গ্রামের মোঃ রোস্তম আলীর স্ত্রী আরিফা বেগম (৩৮), মঙ্গলবার সকাল ৯ টার সময় শয়ন ঘরের ভিতরের বিদ্যুতের বোর্ডে মোবাইল চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে সক খাইয়ে বোর্ডের মধ্যে হাত লাগা অবস্থায় ছটফট করতে থাকলে বাড়ির লোকজন দেখতে পেয়ে মেইন সুইচ বন্ধ করে আরিফা বেগমকে বিদ্যুৎ স্পর্শ হতে হাত ছুটাইয়া দেয়। তাৎক্ষনিক আরিফা বেগমকে বেঁচে আছে মনে করিয়া বাড়ির লোকজন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
এব্যাপারে কাহারোল থানার সঙ্গে কথা বললে কাহারোল থানার তদন্ত কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন। এসময় কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৯, তাং- ১৮-০৬-২০১৯ইং।