শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে নির্বাচন অফিসে সংরক্ষিত বাতিলকৃত পেপার লেমিনেটেড কার্ড আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত ভোটারগণের পেপার নেমিনেটেড জাতীয় পরিচয় পত্রের মান সঠিক না থাকায় প্রকল্পের রিসিভ কমিটি কর্তৃক তা গ্রহণ না করে বিভিন্ন উপজেলায় প্রেরণ করেন। তাই পূর্বে মুদ্রিত ও বাতিলকৃত পেপার নেমিনেটেড জাতীয় পরিচয় পত্র সমূহ বিধি অনুসারে উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত ও বাতিলকৃত পেপার নেমিনেটেড কার্ড বিনষ্ট করণ কমিটির সামনে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। কার্ড আগুনে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, কমিটির সচিব উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) এ,টি,এম সেলিম ও কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।