বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
নারীরা এখন কোন কাজে পিছিয়ে নেই এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে পুরুষের পাশাপাশি নারীরা কাজ করছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যার বড় উদাহরন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে বাংলাদেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যা বর্তমানে বিশ্বের বিষ্ময়।
রোববার (১০ নভেম্বর) সন্ধা ৭টায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা ফোরামের অনুকুলে বরাদ্দকৃত অর্থ হতে ক্রয়কৃত ৪০ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক হোসেন, কাহরোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী প্রমুখ। আলোচনা শেষে ৪০ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি এমপি গোপাল।