বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বর্তমান আওয়ামীলীগ সরকারের মেয়াদের মধ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার আগেই কাহারোল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। কাহারোল সাব জোনাল অফিসের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে ০৬ সেপ্টেম্বর/১৮ রোজ- বৃহস্পতিবার জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ পালনের লক্ষে এক আলোচনা সভায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। আলোচনা সভার পূর্বে কাহারোল সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গন থেকে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যানার, পোষ্টার ও সিটিজেন চার্টার প্রদর্শন সহ এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। কাহারোল সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম দিলীপ কুমার বর্মনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফারুক, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন পল্লী বিদ্যুতের সাবেক সভাপতি ও এলাকা পরিচালক আলহাজ্ব মাজেদুর রহমান খোকন।
কাহারোলে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্মরণ সভা অনুষ্ঠিত।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা পরিষদের আয়োজনে ও ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের সহযোগীতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোঃ ইব্রাহিম এর ২৯তম মৃত্যু বার্ষিকী “সেবা দিবস” উপলক্ষে ৬ সেপ্টেম্বর কাহারোল উপজেলা পরিষদ হল রুমে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্মরণ সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মরণ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ফারুক, জেলা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ছুটু প্রমুখ। এ সময় সকল ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।