শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

কালিয়াকৈরে মালিকহীন গরু জবাই করে যুবলীগ নেতার উৎসব

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় বৃহস্পতিবার মালিকবিহীন গরু জবাই করে মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মেম্বার সহযোগীদের নিয়ে দিনভর আনন্দ উৎসব পালন করেছেন। ওই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস পূর্বে উপজেলার মাঝুখান এলাকায় আবু তালেবের বাড়ীতে অজ্ঞাত কৃষকের একটি লাল রংয়ের গাভী আসে। গরুটি বেশ কিছুদিন তারা লালন পালন করতে থাকেন। পরে আবু তালেবের বাড়ীর ভাড়াটিয়া রাজা মিয়া বেশ কিছুদিন গরুটি দেখা শোনা করেন, ভাড়াটিয়া রাজা মিয়া বাসা ছেড়ে দিয়ে একই এলাকার সোহাগের বাসা ভাড়া নেন। বৃহস্পতিবার ভোরে রাজা মিয়া কাউকে না জানিয়ে গরুটি তার নতুন বাসায় নিয়ে যায়। সকালে আবু তালেবের স্ত্রী গরু বের করার জন্য গেলে গাভীটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায় জানতে পারে ওই ভাড়াটিয়া রাজা মিয়া তার গরুটি নিয়ে গেছে। আবু তালেব গরুটি আনতে গেলে রাজা মিয়ার বাসার মালিক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেন। পরে সকালে ওই এলাকার প্রভাবশালী ইউপি সদস্য ও মৌচাক ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেনের নেতৃতে গরুটি জবাই করা হয় এবং মাংস দিয়ে খিচুরী রান্না করে তার সহযোগীদের নিয়ে দিনভর আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এ বিষয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন “ ইউএনও’র অনুমতি নিয়েই গরুটি ১০ হাজার টাকা দাম ধরে জবাই করেছি এবং টাকাগুলো মাদ্রাসায় দান করেছি। জবাই করে মাংস খেয়েছি, তোমাদের কি? তোমরা যা পার কর গিয়ে”।

মাঝুখান মাদ্রাসার কোষাধক্ষ্য আতাউর রহমান জানান, এ বিষয়টি আমাদের জানা নাই, তহবিলে কোন টাকা জমা হয় নাই।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হিরো মিয়া বলেন “যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নাই, আমাকে কেউ অবগত করেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com