শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে চান্দরা এলাকায় মঙ্গলবার সকালে নিহত বনখেকো মুচি জসিমের সহযোগীদের হামলায় সামাজিক বনের পাহাড়াদার সামছুল হক গুরুতর আহত হয়েছে। আহত সামছুল হক কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার কছিম উদ্দিনের ছেলে।
বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক বছর আগে ওই এলাকার কুখ্যাত বনদস্যু জসিম ইকবাল ওরফে মুচি জসিম বন্দুক যুদ্ধে নিহত হন। পরে জেলা প্রশাসন বনবিভাগের সহযোগীতায় বেহাত হওয়া ১৩ একর বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদকৃত ওই জমিতে সামাজিক বনায়ন সৃজন করে এবং সামাজিক বনায়ন দেখাশুনা করার জন্য সামছুল হককে পাহাড়াদার হিসেবে নিযুক্ত করেন। এ বনের চারা বিভিন্ন সময় রাতের আধারে উপড়ে ও ভেঙ্গে ফেলে মুচি জসিমের সহযোগী অপু, রাজু, আজাহার, করিম ও হানিফ হোসেন। তাদের এ অপকর্ম দেখে ফেলায় মঙ্গলবার সকালে পাহাড়াদার সামছুল হকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাহারের ছেলে অপু ও রাজুর নেতৃত্বে এক দল সন্ত্রাসী পাহাড়াদার সামছুল হককে রাম দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত সামছুল হককে উদ্ধার করে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল স্থানান্তর করেন।
এ বিষয়ে চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, আমার পাহাড়াদারকে হত্যা করে মুচি জসিমের মত কুখ্যাত বনদস্যু হতে চাইছে আজাহার ও তার ছেলেরা,এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এদের নামে একাধিক বন মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আইনুল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়েছে।