শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার সংস্কার কাজের ধীরগতি হওয়ায় জনসাধারণ ভোগান্তির পোহাতে হচ্ছে। অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে এ ভোগান্তি।
পৌরসভার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা থেকে বক্তারপুর রাস্তার ৩১০০মিটার বিএমডি এফ কাজের ৩ কোটি ৬৮ লক্ষ টাকা বাজেটে রাস্তার তৈরির কাজ চলছে। রাস্তাটি ৫৪০মিটার ঢালাই কাজ ও ২৫৬০ মিটার কার্পেটিং হবে। তবে এর মধ্যে ৭টি কালভার্ট কাজ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজ কাজের গাফলতির কারনে রাস্তার কাজ ধীরগতি হচ্ছে। এতে সাধারণ মানুষে ভোগান্তির স্বীকার হচ্ছে। রাস্তার দু-পাশে দুই ফুট বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও সেখানে নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে না। এর মধ্যে বৃষ্টি হওয়ায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে। পূর্বের রাস্তার পুরাতন ইট দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে।
গাড়ী চালক রাশেদ হোসেন জানান, রাস্তার দুই পাশে মাটি খুড়াখুড়ি করে কাজ বন্ধ করে রেখেছে। ভাঙ্গা চুড়া রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ওই রাস্তা দিয়ে চলাচল করায় গাড়ীর বিভিন্ন সমস্যা হচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠান বিশাল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ হোসেন আলী জানান, রাস্তার কাজ ডিভাইজের কারনে রাস্তার কাজ দেরি হচ্ছে। আর রাস্তার পুরাতন মালা মাল রাস্তায় সংস্কার কাজে ব্যবহার করা যাবে।
কালিয়াকৈর পৌরসভার নিবার্হী প্রকৌশলী হরিপদ রায় জানান, ওয়ার্ল্ড ব্যাংকের কাজের অনেক টেষ্ট করা হয় তাই দেরী হচ্ছে। আবার বৃষ্টি কারনে লেবার ঠিক মত পাওয়া যাচ্ছে না। তবে নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে।