শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে র্যাবের অভিযানে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ রবিবার (১১ অক্টোবর) আনুমানিক বিকাল সাড়ে ৩ টার সময় তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান বাজারস্থ মাছ বাজারের পশ্চিম পাশে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে আভিযানিক দল ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩১)কে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
এবিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।