শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী আহাদ গ্রেফতার

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো: আহাদ খান (৪৫)কে গতকাল সোমবার সকালে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মো: মোকশেদ খানের বড় ছেলে আহাদ খানকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পরে তাকে মুন্সীগঞ্জ র্কোটে প্রেরণ করেন সিরাজদিখান থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আহাদ খান ও ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামী মো: মুক্তার হোসেন সর্ম্পকে সমন্ধী ও বোন জামাই। সে মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মৃত, আমীর হোসেনের ছেলে। আসামী আহাদ ও পলাতক আসামী মুক্তার ২০১৮ শ্রীনগর উপজেলার সাংবাদিকের কাছ থেকে বিদেশে নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে ছয় লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। পরে টাকা না পেয়ে ঐ সাংবাদিক বাদী হয়ে গত ১২ আগষ্ট ২০ইং মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ৪০৬/৪০২ ধারায় একটি সি,আর মামলা করেন। যাহার মামলা নং-১৩৪/২০।

সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এস,আই জোবায়ের কাছে জানতে চাইলে তিনি জানান, সকালে মালখানগর থেকে একজনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ র্কোটে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com