শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

সরকারি সিল, জাল দলিলসহ প্রতারক আটক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জাল দলিল, রেভিনিউ স্ট্যাম্প, নকল সিল ও বিভিন্ন সরঞ্জামাদিসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তার নাম এস এম আবু জাফর (৫৪)। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় এলাকার মো. এবাদ আলী শেখের ছেলে।

রোববার (২১ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজুলকুড় ফকিরবাড়ী থেকে তাকে আটক করা হয়।

এ সময় বিভিন্ন সরকারী অফিসের ২৪টি সিল, ২টি সিলপ্যাড, ২৩ টি ফাঁকা ষ্ট্যাম্প, ৯০টি কোর্ট ফি ষ্ট্যাম্প, ৮টি এস এ খতিয়ানের কপি, ৪টি আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন ৫০ পাতা দলিলপত্র, একটি মেমোরিকার্ড ২টি সীমকার্ড, একটি হাতঘড়ি ও নগদ ৮২০ টাকা জব্দ করে র‍্যাব।

র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ বলেন, বিভিন্ন সরকারি অফিসের সীলমোহর নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে এস এম আবু জাফরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com