শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারনে মানুষ যখন কর্মহীন, গৃহবন্দি, দোকানপাট যখন বন্ধ। মাঠভরা ফসল ঘরে তুলতে কৃষক যখন দিশেহারা এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম লকডাউনে শ্রীনগরে সুখেন ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীনগর ইউনিয়নের গরীব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ প্যাকেট লবণ ও ১টি সাবান। এলাকার হতদরিদ্র ছয়শত পরিবার এই ত্রাণ সুবিধা পেয়েছে।
সুখেন ফাউন্ডেশনের কর্ণধার শ্রী সুশীল মোদক, শ্রী স্বপন মোদক ও তপন মোদকের ব্যাত্তিগত উদ্যোগে গ্রামভিত্তিক তালিকা প্রণয়ন করে তার নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে অসহায় মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
উল্লেখ থাকে যে, শ্রী স্বপন মোদক সেন্টিয়ন ফার্মা বাংলাদেশ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মককর্তা। তিনি শ্রীনগরের একজন কৃতি সন্তান। তিনি শ্রীনগরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের একজন নৃত্তস্থানীয় ব্যাত্তি হিসাবে সকলের নিকট সুপরিচিত।
এসময় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তও্বাবধান করেন পরিমল চক্রবর্তী (বাহাদুর), প্রদীপ কুমার সাহা, কাজল দাস, নিরঞ্জন চন্দ্র ঘোষ প্রমুখ।