শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শ্রীনগর উপজেলা শ্রমিকলীগের বর্ষপুতি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বেজগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় এ কর্মসুচি পালিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী শ্রীনগর কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সোহেল মোল্লা।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, প্রচার সম্পাদক আবু হানিফা নোমান, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আলহাজ্ব হাসান শেখ খোকন, আঃ হাই, সাব্বির শেখ, উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক মর্জিনা বেগম মুন্নী, উপজেলা যুবলীগের সদস্য সেহেল রাজ, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাব্বি, মহসিন প্রমুখ।