শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর ও শ্রীনগর উপজেলা কল্যান সমিতির উদ্যেগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলা কল্যান সমিতির অস্থায়ী কার্যালয়ে শ্রীনগর শপিং কমপ্লেক্সে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলন কারীরা জানায়, ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার বিনামূল্যে পরীক্ষা করার এক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শ্রীনগর উপজেলা কল্যান সমিতির সভাপতি জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেবেন রোটারী ক্লাব অফ বিক্রমপুরের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডা: মাজহারুল হক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহামন, উপজেলা কল্যান সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব জি.এম লতিফ, কোষাদক্ষ হাজী মো: নান্নু মিয়া, সমিতির উদ্যোক্তা মো: হাফিজুল ইসলাম খান সহ সমিতির সম্মানিত কার্যকারী সদস্য বৃন্দ।