শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শ্রীনগরে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শহীদ ভূইয়া আর নেই

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদ ভূইয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র, নাতি নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধ শহীদ ভূইয়ার মরদেহ শ্রীনগরে আনা হয়। বাদ আছর শ্রীনগর স্টেডিয়ামে তাকে গার্ড অফ অর্নার দেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সাবেক ঢাকা ৪ আসনের এমপি সানজিদা খানম, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর থানার এসআই মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন মাস্টার, আনিছুল ইসলাম তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা নামাজ শেষে উপজেলার হরপাড়া আল মদিনা জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com