শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি::
শ্রীনগরে মাসিক আইন শৃংখলা-সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও “দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় দুর্যোগ ঝুকি প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রহিমা আক্তারের সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফির্সাস ইনচার্য মোঃ হেদায়াতুল ইসলাম ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও মোঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফিরদৌস, সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভিন চৌধুরী, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, শ্রীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ হোসেন, ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান, ফিরোজ আল মামুন, আজিজুল ইসলাম, নেছার উল্লাহ সুজন, আজিম হোসেন খান প্রমুখ।