শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে বজ্রপাতে মোহাম্মদ রোমান (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত রোমান ওই গ্রামে মো. মজনু শেখের পুত্র।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রোমান নীজ বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটে এতে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। এসময় তার দেহের অনেকাংশে পুড়ে যায়। রোমানের অনাকাংক্ষিত এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।