শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শ্রীনগরে ফেসবুকে স্ট্যাটাজ নিয়ে সংঘর্ষ আহত ১২

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে ফেসবুকে স্ট্যাটাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় গত রবিবার দুপুরে উভয়পক্ষ শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আল-আমিন মাদ্রাসার পাশে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কামারগাঁও আল-আমিন আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মো. জাফর ইকবালকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাজ দিয়ে আসছিল একটি চক্র। এবিষয়ে প্রিন্সিপাল গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। এরই সূত্র ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার মাসুদ বিল্লাহকে সন্দেহ করে স্থানীয় সামাদ মেম্বার ও তার লোকজন মিলে মারপিট করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও সামাদ মেম্বারের লোকজন পিটিয়ে আহত করে। পরে মাসুম বিল্লার পক্ষের লোকজনের সাথে সামাদ মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে এতে নারী পুরুষসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়।

আহতরা হলেন- আঃ মালেক বিল্লাহ(৬৫), তার স্ত্রী নুরজাহান বেগম(৫৩) তার ৪ ছেলে বাকি বিল্লাহ(৪০), মাসুম বিল্লাহ(৩২), মাসুদ বিল্লাহ(২৮) ও নাদিম বিল্লাহ(২২)। অপর পক্ষের সামাদ মেম্বার(৫৫), ইয়ার আলী(৪৮), রফিকুল(৪৬) ও নিঝুম(২২)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধিন আছে।

প্রিন্সিপাল জাফর ইকবালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একটি মহল বেশ কিছুদিন যাবত আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি ও হুমকি দিয়ে আসছে। ঘটনাটি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানিয়েছি।

সংঘর্ষের ঘটনার ব্যাপারে মাসুম বিল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার কারণে সামাদ মেম্বার ও তার লোকজন ফেইসবুকে লেখালেখির ঘটনাটি আমার উপর চাপিয়ে দিয়ে আমিসহ আমার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে আমার স্ত্রীসহ পরিবারের ৮ জন আহত হই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

অপরদিকে আঃ সামাদ মেম্বার বলেন, প্রিন্সিপালের বিরুদ্ধে ফেসবুকে লেখার ঘটনাটি জানতে চাইলে মাসুম বিল্লাহসহ তার পরিবারের লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ ৫ জন আহত হয়। তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com