শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আবেদনকারীরা।

রোববার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোঃ গোলাম মাওলা নামে এক আবেদনকারী লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্দেশ্যে আবেদনপত্র আহবান করা হয়। জারীকৃত নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্মারক নং ২৮৮, গত ১২/০৬/২০১৭ খ্রীঃ আনুযায়ী আবেদন করি। কিন্তু দুঃখের সাথে উল্লেখ করছি যে, কতৃপক্ষের দীর্ঘসূত্রীতার ফলে দীর্ঘ ২৮ মাস অতিবাহিত হলেও আমাদের আবেদনে সারা দেওয়া হয়নি। এতে আমাদের অনেকেরই চাকুরীর বয়স সীমা অতিক্রম হয়ে গেছে।

অন্যদিকে নতুন নীতিমালা অনুযায়ী আমাদের অনেকের নতুন করে আবেদন করার সুযোগও নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে করুন জীবনযাত্রার কথা বিবেচনা করে অতি শ্রীঘ্র তাদেরকে নিয়োগ দেওয়ার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com