শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ রেজাউল করিম, রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী ও বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের শ্রীনগর উপজেলার কেয়টখালী নামক এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহতরা হল- শ্রীনগর উপজেলার মুন্সীয়া গ্রামের মালেক সিকদারের ছেলে তুহিন সিকদার (৪০) ও ঢাকা শ্যামপুর এলাকার সাব্বির হোসেনের ছেলে বাদশা হোসেন (৫৫)।
নিহতরা সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।

অপরদিকে, সন্ধ্যা ৬টায় একই সড়কের ছনবাড়ী চৌরাস্তায় ঢাকা টু মাওয়াগামী সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকায় পৃষ্ট হয়ে মোবারক হোসেন মৃধা (৬০) নামক এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোবারকের বাড়ী উপজেলার বেজগাঁও গ্রামে।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ওসি মোঃ বাসেত বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com