শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শ্রীনগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের দাবীতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের দাবীতে মানববন্ধন করেছে সরকারী শ্রীনগর কলেজের আনার্স চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা।

রবিবার দুপুর ১২টার দিকে প্রথমে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডে মানববন্ধন করে ছাত্র-ছাত্রীরা। পরে তারা দ্বিতীয় দফায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে অংশগহনকারীরা জানায়, সারা দেশে আমরা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের ৫ টি পরিক্ষা হওয়ার পর হঠাৎ করেই করোনা ভাইরাসের কারণে বাকি ৪টি পরীক্ষা স্থগিত হয়ে যায়। দীর্ঘ ৭ মাস ধরে আমাদের পরীক্ষার কোনো খবর নেই, পরিস্থিতি স্বাভাবিক না হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহন করছে না। আমরা ক্ষতি গ্রস্থ হচ্ছি? সব ঠিক থাকলে জুলাই মাসে আমাদের হাতে রেজাল্ট থাকতো। অমাদের রেজাল্ট না হলেও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু থেমে নেই। আমাদের ক্ষতির দায় কে নিবে? সারা দেশের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জেলায় জেলায় ৫ দফা দাবিতে মানববন্ধন করছে। তারই অংশ হিসেবে আমরা আজ মানববন্ধন করেছি। আমাদের মত ক্ষতিগ্রস্থ সকল শিক্ষার্থীদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com