শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে কর্মহীন অসহায়দের ঘরে ঘরে সরকারী খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের বরাদ্দকৃত সহায়তার অংশ রবিবার উপজেলার দুটি ইউনিয়নের ৫০ টি পরিবারের কাছে পৌছে দেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।
বীরতারা ও তন্তর ইউনিয়নের ৫০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মুসরের ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্মহীন মানুষের মাধ্যে সহায়তা বিতরণের সময় তাদেরকে গৃহে অবস্থান নিশ্চিত এবং সাবান দিয়ে দিনে ৫/৬ বার হাত ধোয়ার পরামর্শ প্রদান করেণ।
সরকারী খাদ্য সহায়তা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী মোঃ আবু রেজওয়ান, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খান, তন্তর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন প্রমুখ।