বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী) বাদ মাগরিব শ্রীনগর আটপাড়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে আটপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ (১) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আটপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com