শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের পল্লী চিকিৎসক মোশারফ হোসেন (৬২) এর মৃত্যু হয়। সে গত ৭/৮ দিন যাবৎ সর্দি-জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন।
অপরদিকে, ওই রাতেই বাঘড়া গ্রামের আঃ আউয়াল (৬৫) একই উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে মারা যায়। দুই জনের লাশই তাদের পরিবারের লোকজন তরিঘড়ি করে দাফন করে।