শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
dav মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি::
“নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন” প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সতর্কীকরণ লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার কলেজ গেইট এলাকা থেকে শুরু করে শ্রীনগর সদর এলাকার গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার কবীর।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক চেয়ারম্যান হারুন আর রসিদ, হাজী রমিজ উদ্দিন বেপারী, সোনা মিয়া, ইয়ানুছ মৃধা আবু সাইদ মানু, মোঃ গোলাম রসুল, মুক্তার মাঝি, মোয়াজ্জেম হোসেন, তোফাজ্জল হোসেন, উপজেলা ওলামা লীগের সভাপতি ইউপি সদস্য আলীনুর হোসেন, জেলা ছাত্রলীগ নেতা ওয়াহীদুজ্জামান রাজু, সরকারী শ্রীনগর কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লিমন, মোস্তাফিজুর রহমান জনেট, খোকন মেম্বার, ইউপি সদস্য মোঃ কুদ্দুছ, মোঃ দুলাল সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।