শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
মোঃ রেজাউল কিরম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতনিধি::
শ্রীনগরে করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাও গ্রামের মোঃ ফজলুর রহমান ও তার পরিবারের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উপজেলার আটপাড়া ইউনিয়নের ১২ টি গ্রামের ১২০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, চিনি ও বুট প্রথম ধাপে কল্লিগাও গ্রাম থেকে পূর্ব দেউলভোগ, বেলতলী এবং তিনগাও গ্রামের অসহায় কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে ওই এলাকার ইউপির সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপির সদস্য মোঃ মেছের আলী, হাজী আবুল হাসেম, হাজী নজরুল ইসলাম, হাজী ফজলুর হক, হাজী বাবুল হাওলাদার, আঃ জলিল, আটপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম টিটু, মোঃ মোতাহার হোসেন, ইউপির সদস্য আঃ রহিম, আঃ ছাত্তার সাবেক মেম্বার বিল্লাল হোসেন, মোঃ মনির, মোঃ তুহিন, মোঃ শহিদুল, স্বপন প্রমুখ।