শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
পূর্ব ঘোষনা অনুযায়ী ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার কোলাপাড়া ও বাড়ৈখালী ইউনিয়নের দরিদ্র ৮০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও সাবান ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাতে তুলে দেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামীগ সদস্য আব্দুল মাবুদ, অর্থবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মাস্টার, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আতাহার হোসেন, ফয়জুল ইসলাম টারজান প্রমুখ।