শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
পূর্ব ঘোষনা অনুযায়ী ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে রবিবার বেলা ১১ টায় উপজেলার বীরতারা ও ষোলঘর ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাতে তুলে দেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিম হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায় প্রমুখ।