শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে পদ্মার চরে মা ইলিশ ধরা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একপক্ষ শ্রীনগর থানায় অভিযোগ করেছে।
গত রবিবার বিকেলে ও সন্ধ্যায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন চাঁদগাঁও চরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সরকারি নির্দেশ অমান্য করে ওই চরের নুরু বয়াতি ও ভাগ্যকুল ইউনিয়নের সদস্য নাদিম সর্দার টোকেনের মাধ্যমে নিজস্ব জেলে দিয়ে মা ইলিশ ধরে আসছিল। বরিবার দুপুরে নুরু বয়াতি গ্রুপ নাজিম সর্দারের ৫/৬ জন জেলেকে চরে আটকে রেধে চাঁদা দাবী করে। সংবাদ পেয়ে বিকেলে নাজিম সর্দার তার লোকজন নিয়ে জেলেদের উদ্ধার করতে গেলে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সোহেল বেপারী(৩০), রুবেল(২৮) , আবুল(৪০), হাবিব(১৮), আলমগীর(৪০), মিরাজ(২৯), রাসেল (২৩), সোহেল(১৯) জসিম(২৪), আমবিয়া বেগম(৩৮), সাহিদা বেগম(৪৩) ও আনজু বেগম(২৭) শ্রীনগর উপজেলা স্বাস্থ্র্য কমপ্লেসে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীনগর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন এক পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।