শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে আড়িয়ল বিলের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগ। এ সময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান সহ কেন্দ্রীয়,জেলা,উপজেলার নেতা কর্মি উপস্থিত ছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপজেলার আড়িয়ল বিল এলাকার কৃষক আঃ মালেকের ক্ষেতের ধান কেটে সহযোগীতা করেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা সাড়া বাংলাদেশে যারযার অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় আমরা আড়িয়ল বিলের ধানকেটে দিচ্ছি,শুধু আড়িয়ল বিল নয় সাড়া দেশে আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মিদের নির্দেশ দিয়েছি কৃষকদের পাশে থাকতে। ধান কাটা শেষে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় মানুষের পাশে আছে, এ মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে আমরা ফ্রি এম্বুলেন্স চালু করেছি এবং আমাদের একটি হটলাইন চালু রয়েছে ফোন করলেই আমাদের ডাক্টার অসুস্থ রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশিষ মজুমদার, নাফিউল করিম নাফা, কৃষিবিদ মাহবুব, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছানেবক লীগর সভাপতি আল মাহমুদ বাবু, সাধারন সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিসাদ, যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন অনু, মোঃ আক্তার, জাহিদুল, অভি সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা।