শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাক্তি উদ্যোগে দুই আওয়ামীলীগ নেতা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
শনিবার (৪ এপ্রিল) সকালে শ্যামসিদ্ধি ইউনিয়নে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন নিজস্ব অর্থায়নে ৯টি ওয়ার্ডে ৩ হাজার কেজী চাউল ত্রাণ সহয়তা হিসেবে ঘরে ঘরে পৌছে দেন।
অপরদিকে, শনিবার বেলা ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু তার নিজস্ব অর্থায়নে ভাগ্যকুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এক হাজার কর্মহীন দরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ রহিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যন ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন সাহাদাৎ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ গফুর, সাধারণ সম্পাদক মামুন কবির, জি এম খালিদ,লাবলু সারেং, বাবু খলিফা,জানে আলম, ইউপি সদস্য পারভেজ কবির, রতন শাহ প্রমুখ।