শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::
শ্রীনগরে আগুনে পুড়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে হরপাড়ায় মো. হাবু মিয়ার সমিলে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এরপর আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে নজরুল ইসলামের ফার্নিচারের দোকান, জাদব দাসের কাঠের দোকান ও লিটনের কাঠের দোকানসহ মোট ৬টি কাঠের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৬টি কাঠের দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। গত কয়েক মাসে এখানে ১০-১২ বার অগ্নিকান্ডের ঘটনা তিনি স্বীকার করে বলেন, এখানে যেহুতু কাঠের ব্যবসা প্রতিষ্ঠান বেশী সেই হিসাব অনুযায়ী অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা তারা রাখেননি। অপরিকল্পিতভাবে গড়ে উঠা এসমস্ত দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কারও কোনও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।