শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগর উপজেলার বাঘড়ায় যুবলীগ নেতা শেখ মোঃ স্বপনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত বাঘড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব বাঘড়া গ্রামে নৌকায় করে ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে ৮০ টি পরিবারের মাঝে ৩ প্যাকেট করে ময়দা প্রদান করা হয়।
যুবলীগ নেতা শেখ মোঃ স্বপন জানান, ব্যবসায়ী মোঃ শাহ আলম খান ও সৌদি আরব প্রবাসী হান্নান শাহের আর্থিক সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে, পরবর্তীতে আরও কিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ হুমায়ন, মোশারফ হোসেন, মোঃ আকাশ প্রমুখ।