শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে করোনা আইসোলেশন ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রমা সেন্টারে ২৫ টি বেড চালুর সিদ্ধান্ত হয়।
সোমবার সকাল থেকে উপজেলার ষোলঘরে স্থাপিত ট্রমা সেন্টারকে প্রস্তত রাখার কাজ শুরু হয়েছে।
আগামী ২/৩ দিনের মধ্যে পানি, বিদ্যুৎ, সেনেটারীসহ অন্যান্য কাজের জন্য ঠিকাদার গোলাম সারোয়ার কবিরকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি. চৌধুরী ট্রমা সেন্টারটিতে করোনা আইসোলেশন ইউনিট চালুর আহবান করেছিলেন। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের পক্ষ খেকে প্রথম পর্যায়ে ট্রমা সেন্টারের জন্য ১৩ পিস পিপি প্রদান করা হয়।
করোনা আইসোলেশন ইউনিট চালুর আর এসব কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন, পি, ডাব্লিউ,ডির উপবিভাগীয় প্রকৌশলি আমিরুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলি শহিদুলল্লাহ। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শহিদুল্লা কামাল জিল্লু, কেন্দ্রীয় যুব ধারার যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম নিশি, বিকল্প ধারা বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখা যুগ্ম সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নূরহোসেন সুমনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ট্রমা সেন্টারটি পরিদর্শন করেন। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আইসোলেশনের জন্য প্রথম পর্যায়ে ট্রমা সেন্টারে ২৫ টি বেড দ্রুত প্রস্তত করা হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগের ২য় তলায় ৫ টি বেড প্রস্তত রাখা হয়েছে।