শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শৈলকুপায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র শুভ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ১০ শয্যা বিশিষ্ট মুন্সী আশরাফ চৌধুরী মা ও শিশু কল্যান কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁচেরকোল গ্রামে প্রতিষ্ঠিত এ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন উক্ত হাসপাতালের প্রতিষ্ঠাতা ও মরহুম মুন্সী আশরাফ চৌধুরীর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মোহী (পিএসসি, প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এইচডি), ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আয়ুব আলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com