শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

শৈলকুপায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

All-focus

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শøীলতাহানীর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ এবং স্কুল ঘেরাও করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার স্বজনরা জানান, প্রধান শিক্ষকের নির্দেশে সকালে ৪র্থ শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে স্কুলের আঙ্গিনা ঝাড়ু দেয়। দুপুরে টিফিনের বিরতি দিলে প্রধান শিক্ষক ওই মেয়েকে বাথরুমে গিয়ে হাত-মুখ ধুতে বলে। মেয়েটি হাত-মুখ ধুতে গেলে শিক্ষক শহিদুল ইসলাম তাকে শ্লীলতাহানী করে। মেয়েটি বাড়িতে গিয়ে তার স্বজনদের বললে তারা ও মেয়েটির সহপাঠিরা শিক্ষকের গ্রেফতারের দাবিতে স্কুল ঘেরাও ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ঘটনাস্থলে পৌছে শিক্ষকের গ্রেফতারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়। অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলামকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার স্বজনরা।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। নির্যাতিতা থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি এলাকার মানুষ শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ। এলাকাবাসী বলছে ওই শিক্ষকের বিরুদ্ধে পুর্বে এ ধরনের অভিযোগ রয়েছে। আইনগত ভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা হয় তা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com