শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের জেলার মধ্যে সর্বপ্রথম বিদ্যালয়কে ডিজিটালাইজড করা হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে জেলার সরকারি নির্দেশে গঠিত বাছাই কমিটি মাধ্যমিক পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।

এর আগে গত ২৩ মার্চ উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হন। গত ২৬ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা, প্রশাসনিক দক্ষতাসহ বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় বিচারক মন্ডলী তাকে প্রথমবারের মতো ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।

রফিকুল ইসলাম ২০০০ সালে ১০ জুলাই কাষ্টভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালনের মধ্যে দিয়ে শিক্ষাকতা পেশায় কর্মজীবন শুরু করেন। এর পর ২০১৫ সালের ১৫ জুন পর্যন্ত ঐ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রায় ১৫ বছর কাষ্টভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বায়িত্ব থাকার পর ২০১৫ সালে ২৫ জুন উপজেলার হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। শিক্ষার মান উন্নয়ন ও তার বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম। এই জাদুকরি প্রধান শিক্ষকের নেতৃত্বে আগামী দিনে জেলার শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জনের স্বপ্ন দেখছে হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়।

অনুভুতি প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় আমি খুশি। কাজের যথাযথ মূল্যায়ন করায় আগামীতে আমার কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com