শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

মোরেলগঞ্জে বিদ্যালয়ে নিয়োগ বাতিলের দাবীতে নারী পুরুষের বিক্ষোভ

শামীম আহসান মল্লিক মোরেলগঞ্জ থেকে॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সদস্য, ভুক্তভোগী নিয়োগ বঞ্চিতরা ও এলাকার নারী-পুরুষ বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে।

অভিযাগে জানা গেছে, অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর (এমএলএসএস) কর্মচারী পদে ১১ জন প্রার্থী আবেদনপত্র দাখিল করেন। এরমধ্যে মাত্র ৩ জন ২৬ অক্টোবর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য ডাকা হয়। অন্যান্যদের অবেদনপত্র নানা অজুহাতে বাতিল করা হয়। এরমধ্যে মাদ্দারখালী গ্রামের শাহাদাত হাওলাদারের পুত্র তরিকুল ইসলামের আবেদনপত্র উদ্দেশ্যে প্রনাদিতভাবে বাতিল করলে তিনি আদালতে মামলা দায়ের করেন। ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম হোসেন হাওলাদারসহ ১৩ জনকে বিবাদি করে ২৪ নভেম্বর বাগেরহাট বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জু বেগম, অভিভাবক সুনীল কুলু, শহীদ হাওলাদার জানান, ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্যের মতামত অগ্রাহ্য করে সভাপতি তার পছন্দের প্রার্থীকে নিয়োগে দেন। তারা এই নিয়ম বর্হিভূত নিয়োগ বাতিল করেন তুনভাবেনিয়োগ দেয়ার আবেদন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম জানান, তাদের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত দায়েরকৃত মামলাটি খারিজ হয়ে গেছে। মামলারবাদি তরিকুল ইসলামের পিতা শাহাদাত হোসেন বলেন, তারা মামলাটি রিভিউ করবেন। আর এ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com