শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলা নিমতলায় অবস্থিত হেমন্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় জেমস গ্রিল চাইনিজ রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ (১) তথা শ্রীনগর-সিরাজদিখান আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ,কে,এম ফখরুদ্দীন রাজী।
মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ: সালামের সভাপতিত্বে এবং জামায়াত ইসলাম সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসীম মিয়ার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে সুরা সদস্য সিরাজদিখান উপজেলার আমির মাওলানা মোঃ কবীর হোসেন, শ্রীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান কবীর। মতবিনিময় সভায় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।