শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে বিয়ার ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখনে র‌্যাবের অভিযানে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদসহ মোঃ নয়ন শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখন থানাধীন কাঠালতলী (বটতলা তেমাথা) সাকিনস্থ জৈনক ফজলুল করিম এর টি-স্টলের সামনে মাদক ব্যবসায়ী নয়ন শেখ মাদকদ্রব্য (বিয়ার ও বিদেশী মদ) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন শেখকে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী নয়ন শেখ দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান সহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদকদ্রব্যের (বিয়ার ও বিদেশী মদ) ব্যবসা চালিয়ে আসছে। ধরণা করা হচ্ছে এর পেছনে একটি বড় মাদক সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।

এবিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com